বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৪:০৩

কে আগে মরতে চান- স্বামী না স্ত্রী?

কে আগে মরতে চান- স্বামী না স্ত্রী?

এক্সক্লুসিভ ডেস্ক : কে আগে মরতে চান- স্বামী না স্ত্রী এক গবেষণায় এমন তথ্য ওঠে এসেছে। স্ত্রীর আগেই মরতে চান স্বামীরা!

প্রেম করে বা পরিবারের সম্মতিতে বিয়ের পর সবাই বলে থাকেন সারাজীবন একসঙ্গে থাকার। কেউ কাউকে ছেড়ে দুনিয়া থেকে আগে বিদায় নিতে চান না। কিন্তু সৃষ্টিকর্তা কার ভাগ্যে কখন মৃত্যু লিখেছেন বলা মুশকিল। একমাত্র তিনিই সব জানেন।

সম্প্রতি এক গবেষণা বলছে, স্বামীরা স্ত্রীর আগেই মরে যেতে চান। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ১,০০৫ জন দম্পতির ওপর এ জরিপ চালানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীরা যতই একসঙ্গে বাঁচার কথা বলেন না কেন তারা কিন্তু মনে মনে স্ত্রীর আগে মরতে চান।  আমেরিকার ৭০ শতাংশ স্বামী চান, তার স্ত্রী যেন তার চেয়ে বেশিদিন বাঁচে। অবশ্য ৬২ শতাংশ স্ত্রী স্বামীর আগে মরার ইচ্ছা প্রকাশ করেছেন।

গবেষকরা জানিয়েছেন, দম্পতিদের মধ্যে ৫০ শতাংশ জানিয়েছেন, তারা সন্তানদের জন্য মরতে চান। ১০ শতাংশ জানিয়েছেন, তারা বাবা-মা’র জন্য মরতে চান। বাকি ১০ শতাংশ জানিয়েছেন, তারা ধর্মের জন্য প্রাণ দিতে পারেন।

মাত্র পাঁচ শতাংশ মানুষ দেশের জন্য প্রাণ দিতে চান বলে গবেষকদের জরিপে ওঠে এসেছে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে