এক্সক্লুসিভ ডেস্ক : সত্যিই ব্রুটাস এবার হাঙর মেরে বাহাদুর। এই খ্যাতিমান কুমিরের বয়স এখন ৮০ বছর। সাড়ে ৫ মিটার লম্বা ব্রুুটাসের কীর্তি দেখে সবাই অবাক।
সে একেবারে জ্যান্ত একটা হাঙর শিকার করেছে। যে শিকারের ছবি দেখতে সোশ্যাল মিডিয়ায় হুমড়ি খেয়ে পড়ে সবাই। অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশানাল পার্কের অ্যাডিলিড নদীতে ব্রুটাস যখন হাঙর শিকার করছিল, তখনই সেই ছবি ক্যামেরা বন্দি করেন এক পর্যটক।
ঘটনার সময় সিডনির ওই পর্যটক অ্যান্ড্রু পাইস স্ত্রী নিকি ও সাত বছরের মেয়ে ম্যাডিসনকে নিয়ে পার্কে ঘুরতে এসেছিলেন।
অ্যান্ড্রু পাইস ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে জানান, আমরা পার্ক ঘুরে চলে যাচ্ছিলাম। ঠিক ওই সময়ই ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাই কুমিরটি শিকার করছে। তার মুখে কিছু দেখতে পাই। ওটা নড়েচড়ে উঠছে।
তিনি বলেন, কুমিরের মুখে থাকা অবস্থায় হাঙ্গরটি বেশ ছটফট করছিল।
উল্লেখ্য, ২০১১ সালে পানি থেকে হঠাৎ লাফিয়ে উঠে শিকার ধরেই খবরে এসেছিল এই ব্রুটাস।
সূত্র : ডেইলি মেইল
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/