বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪১:০৬

ট্রেনের নিচে পা, ধাক্কা দিয়ে উদ্ধার!

ট্রেনের নিচে পা, ধাক্কা দিয়ে উদ্ধার!

এক্সক্লুসিভ ডেস্ক : তাজ্জব ঘটনা, ট্রেনটিকে ধাক্কা দিয়ে বাঁকা করছেন যাত্রীরা। এক যাত্রীর পা বাঁচাতেই এমন বিচিত্র ঘটনার জন্ম দিলেন ট্রেন যাত্রীরা। বিস্ময়কর এ ঘটনায় বেশ সাড়া জাগিয়েছে।

ট্রেনের বগি আর প্লাটফর্মের মাঝখানে এক যাত্রীর আটকে পড়া পা বাঁচালেন যাত্রীরা। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার পার্থে।

জানা গেছে, হঠাৎ এক যাত্রীর পা আটকে যায় প্লাটফর্ম ও বগির মাঝখানে। নিরুপায় হয়ে অন্য যাত্রী ও প্লাটফর্মে থাকা লোকজন ট্রেনের ওই বগি ধাক্কা দিয়ে কাত করে যাত্রীর আটকে পড়া পা উদ্ধার করেন।

স্টেশন কর্তৃপক্ষ এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেছে, এরই নাম জনগণ। একেই বলে, দশের লাঠি একের বোঝা।

ওই যাত্রী পশ্চিম অস্ট্রেলিয়া থেকে পার্থে আসেন। ট্রেন থেকে নামার সময় হঠাৎ পা পিছলে ট্রেন ও প্লাটফর্মের মাঝখানের ফাঁকায় ঢুকে যায়। মাত্র ৫ সেন্টিমিটার ফাঁকা জায়গা দিয়ে কীভাবে যাত্রীর পা ঢুকে গেল তা নিয়ে মহাটেনশনে পড়ে যায় স্টেশন কর্তৃপক্ষ।

রেলের এক মুখপাত্র এএফপিকে বলেন, ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। ট্রেন কাত করে যেসব যাত্রী এ কাজে সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সত্যিই ভাষায় প্রকাশ করার মত নয়।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে