বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪২:২৩

দেহের উত্তাপ দিয়ে চলবে জেনারেটর

দেহের উত্তাপ দিয়ে চলবে জেনারেটর

এক্সক্লুসিভ ডেস্ক : নির্ভরযোগ্য ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে ভাবনার দিন প্রায় শেষ পর্যায়ে ।দক্ষিণ কোরিয়ার গবেষকেরা জানান, মানুষের দেহের উত্তাপ থেকে যথেষ্ট শক্তি সংগ্রহ করা এবং তা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

দক্ষিণ 'কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র গবেষকেরা গ্লাস-ফেব্রিক্স নির্ভর থার্মোইলেকট্রিক্যাল জেনারেটর তৈরি করেছেন। তাঁদের দাবি, হালকা-পাতলা ও নমনীয় এই জেনারেটর সহজেই শরীরের উত্তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে।

'এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স' সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধটি।

গবেষকেরা দাবি করেছেন, থার্মাল এনার্জি বা তাপশক্তিকে কাজে লাগাতে সক্ষম তাদের নমনীয় থার্মোইলেকট্রিক্যাল (টিই) জেনারেটর। এটি ব্যবহার্য যন্ত্র ছাড়াও অটোমোবাইল, কারখানা ও বিমানে ব্যবহার করা সম্ভব।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে