এক্সক্লুসিভ ডেস্ক : একটি মেয়ে ট্রেনে উঠে হঠাৎ হারিয়ে গেল। তখন তার বয়স ছিল ছয় বছর। সেটা ১৭ বছর আগের কথা। মেয়েটি হয়ে গেল চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন। গুগলে সার্চ দিয়ে এক নারী 'নিখোঁজ' মেয়েটিকে ফিরিয়ে দিলেন তার পরিবারের কাছে। মেয়েটির নাম গুড়িয়া। থাকতো পাটনায়।
১৯৯৭ সালের এপ্রিলে মামার সঙ্গে ট্রেনে চেপে গুয়াহাটিতে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। মাঝপথে বারাউনি স্টেশনে খাবার কিনতে নামেন গুড়িয়ার মামা। কিন্তু তিনি ফিরে আসার আগেই ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। গুড়িয়া 'নিখোঁজ' হয়ে গেল।
ট্রেন থামলো গুয়াহাটি। কাঁদছিল মেয়েটি, তা দেখে রেলকর্মীরা তাকে দিয়ে এলো একটি হোমে। গুড়িয়া নিজের ঠিকানা বলতে পারেনি। শুধু বলল বিস্কুট কারখানায় কাজ করেন এমন এক আত্মীয়ের কথা আর বলছিল একটি রেলওয়ে ক্রসিংয়ের কথা।
দীর্ঘ ১৭ বছর পর 'অসম স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি'-এর কর্মকর্তা নীলাক্ষী শর্মার চেষ্টায় গুড়িয়া ফিরে পেল তার পরিবারকে। নীলাক্ষী শর্মা বলেন, "কত চেষ্টাই না করেছি এতগুলো বছর ধরে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।
গতমাসে স্বামীর সঙ্গে পাটনায় গিয়েও কোনও লাভ হয়নি। হতাশ হয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম।" এরপর হতাশ হয়ে গুগলের দ্বারস্থ হলেন। তিনি বলেন, "ঘণ্টার পর ঘণ্টা গুগলে সার্চ করতাম। হঠাৎ একদিন ওই বিস্কুট কারখানার সন্ধান পেয়ে গেলাম।"
বিস্কুট কারখানার ফোন নম্বর পেয়ে যোগাযোগ করেন নীলাক্ষী শর্মা। গত সোমবার গুয়াহাটি পৌঁছায় গুড়িয়ার পরিবার। মিলন ঘটে হারিয়ে যাওয়া কন্যার সঙ্গে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/