এক্সক্লুসিভ ডেস্ক : অন্যরকম এক ফিসিং ক্যাপটেন, ধরা খেল এক জালে। চীনের এক জেলের 'ভাগ্য জালে' ধরা পড়ল অতিকায় ফিসিং ক্যাপটেনটি।
প্রায় দু’টনের এ হাঙরকে ফিসিং ক্যাপটেন বলে অভিহিত করলেন জেলে চেংহু। তিনি ট্রাকে করে বাজারে নিয়ে আসেন হাঙরটি। যদিও হাঙর ধরা চীনের প্রাণী সুরক্ষা আইনে বেআইনি। তিনি এই আইন সম্বন্ধে জানেন না বলে দাবি করেন।
ট্রাকে করে বিশাল এই প্রাণীকে নিয়ে আসা ছবি ট্যুইটারে প্রকাশ হওয়ার পর চীনে হিড়িক পড়ে যায় হাঙরটিকে দেখার জন্য।
এক বেসরকারি নিউজ চ্যানেলে চেংহু জানান, 'জালের মাছ খাবার জন্য আটকে পড়ে বিশাল প্রাণীটি। অনেক চেষ্টা করেছিল জাল থেকে বেরনোর জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যায় হাঙরটি।'
চেংহুরা ঠিক করেন, বাজারে ১ লাখ থেকে ২ লাখ টাকায় বিক্রি করবেন হাঙরটি। কিন্তু চীন সরকার তাদের বিক্রি করাকে বেআইনি ঘোষণা করে। এ প্রজাতির হাঙর সবচেয়ে বড় হয় ও প্রায় একশ’ বছর বাঁচতে পারে। সূত্র : ইন্টারনেট
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/