বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫০:৪৬

যা দিয়ে খুঁজে পাবেন হারিয়ে যাওয়া গাড়ি

যা দিয়ে খুঁজে পাবেন হারিয়ে যাওয়া গাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকের অনেক কিছুই হারিয়ে যায়। এ নিয়ে দারুণ টেনশনে থাকতে হয়।  এমন সমস্যায় কিন্তু আমাদের সবাইকেই কম বেশি পড়তে হয়। হারিয়ে যাওয়া সমস্যার সহজ সমাধান দেবে আপনারই মোবাইল৷

তবে এজন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাকে৷  অ্যাপটির নাম ‘টাইল'৷ এর সাহায্যে ওয়ালেট, গাড়ি, এমনকি পোষা কুকুর বা বিড়ালটিকেও আপনি খুঁজে পাবেন আপনি৷

হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন জিনিসগুলোতে একটি ছোট্ট ব্যাটারিসম্বলিত প্লাস্টিক ট্যাগ লাগাতে হবে৷ তাহলেই আপনার স্মার্টফোনটি ম্যাপের সাহায্যে আপনাকে জানিয়ে দেবে কোথায় আছে জিনিসটি৷ যতই জিনিসটির কাছে যাবেন আপনি, ওই ট্যাগটি শব্দ করতে থাকবে৷

‘টাইল'-এর প্রধান নির্বাহী নিক ইভানস বলেছেন, ‘হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এখনো কোনো প্রযুক্তি তৈরি হয়নি৷ তাই এটা নিয়ে আমরা এত উৎসাহী হয়েছিলাম৷ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপটি ৫০ থেকে ১০০ ফিট দূরত্বের মধ্যে হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে দেবে৷ এর বাইরে হলে রেঞ্জের মধ্যে সবশেষ সীমাটি দেখাবে৷

জাপানের আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের একটি অ্যাপ ব্যবহার করা হয়, যার নাম ‘চিপোলো'৷ ছোট শিশুরা নির্দিষ্ট সীমার বাইরে গেলে অ্যাপটি তা জানিয়ে দেয়৷

দুটি অ্যাপই বিনামূল্যে পাওয়া যাচ্ছে৷ তবে ওয়াটারপ্রুফ ট্যাগগুলো কিনতে হবে আপনাকে৷ প্রত্যেকটি টাইল ট্যাগের দাম পড়বে ১৯.৯৯ ডলার এবং চিপোলো ট্যাগের দাম ২৯.৯৯ ডলার৷
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে