বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫১:৩৯

স্বর্ণে মোড়া গাড়ি

স্বর্ণে মোড়া গাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক : এলিমেন্ট পালাজ্জো, ৪০ ফুট লম্বা একটি গাড়ি। এটি তৈরি করেছে অস্ট্রেলিয়ান কোম্পানি মারচি মোবাইল'র। এই গাড়ি গতির দিক দিয়ে না হলেও ডিজাইনের দিক দিয়ে এটি বেশ চমৎকার।

কোম্পানিটি দাবি করেছে মারচির এই গাড়িটি সম্প্রতি দুবাইয়ে বিক্রি হয়েছে ৩ মিলিয়ন ডলারে। আর এর ফলে এটিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িতে পরিণত হয়েছে।

এই ৪০ ফুট লম্বা এলিমেন্ট পালাজ্জো গাড়িটি কেন এত ব্যয়বহুল গাড়ি সেটা নিয়ে নিশ্চয় অনেকের মনে প্রশ্ন জাগছে। মূলত গাড়িটির বাহিরের দিক স্বর্ণ দিয়ে মোড়া! আর ডিজাইনের দিক দিয়ে তো অতুলনীয়। গাড়িটি যে কারো মনোযোগ টানবে তা বলার অপেক্ষা রাখে না।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে