বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৫:৪৬

৬৫ বছরে বন্দি ১৮ বছরের কিশোর!

৬৫ বছরে বন্দি ১৮ বছরের কিশোর!

এক্সক্লুসিভ ডেস্ক : নানা রোগে আক্রান্ত মানুষ। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন রোগের প্রাদুর্ভাব। আধুনিক চিকিৎসা যুগে সেসব রোগের চিকিৎসাও উদ্ভাবিত হচ্ছে। কিন্তু রোগে আক্রান্ত বয়সের তারতম্যের চিকিৎসার উদ্ভাবনী চিকিৎসা এখনও আসেনি।

রাজু নামে এমনই এক রোগী, যার বয়সের তারতম্যে ব্যাপক ফারাক। দেখতে ৬৫ বছরের বৃদ্ধের মতোই মনে হয় তাকে। আসলে তার বর্তমান বয়স মাত্র সবেমাত্র ১৮। রাজু সম্পূর্ণ ব্যতিক্রমী ও জটিলতম প্রজেরিয়া (জন্মগত বৃদ্ধ) নামক রোগে আক্রান্ত। এ অসুখে আক্রান্ত শিশুরা অকাল বার্ধক্যের শিকার হয়।

রাজুর শরীরে দেখা মিলেছে এ রোগ। তবে ভারতে নয়। দেশের জয়পুরহাটের কালাই পৌর এলাকার দুরঞ্জ মহল্লায়। এখানে দিনমজুর আজিবর রহমানের ছেলে তুহিন ইসলাম রাজু এ রোগে আক্রান্ত হয়েছে।

চিকিৎসকরা জানান, বর্তমানে পৃথিবীতে মাত্র ৮০ জন প্রজেরিয়া আক্রান্তদের মধ্যে অন্যতম সে। প্রতি এক মিলিয়ন শিশুর মধ্যে একজন প্রজেরিয়ায় আক্রান্ত হয়। প্রজেরিয়া আক্রান্তরা খুব বেশি হলে কুড়ির চৌকাঠ পেড়নোর পরই মারা যায়।

জন্মের কয়েক মাসের মধ্যেই এদের শরীরে বার্ধক্যের লক্ষণ দেখা যায়। কুঁচকে যায় চামড়া। শুরু হয় অস্বাভাবিক বৃদ্ধি। চুল উঠে যেতে শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য পদ্ধতি দমানো বা এই অসুখ নিরাময়ের কোনো ওষুধ তৈরি হয়নি।

জয়পুরহাটের তুহিন ইসলাম রাজুর শুধুমাত্র চেহারা কিংবা শারীরিক পরিবর্তনই নয়, বৃদ্ধের মতোই চোখে ঝাপসা দেখাসহ দুর্বলতায় কাটছে তার জীবন। বয়সে কিশোর হলেও শারীরিক সবকিছুই হয়ে যায় বৃদ্ধের মত। শরীরে কোনো বল শক্তি থাকে না। চলাফেরাও বার্ধক্য। ছোটকালে বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হলেও অভিভাবকদের ধারণা ছিল, বয়স বৃদ্ধি পেলে হয়তো শরীর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন সেটি সম্ভব নয়।

প্রজেরিয়া আক্রান্ত রাজু বলেন, ‘শরীরের এমন অবস্থার জন্য এলাকার ও প্রতিবেশীদের অনেকেই আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করেন। আমাকে নিয়ে উপহাস করেন। অনেকেই প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কেউ কোনো প্রকারের সাহায্য-সহায়তা করেনি। খেয়ে না খেয়ে শুধু বসে-শুয়ে দিন কাটে তার। প্রতিবন্ধী ভাতার জন্য অনেকের কাছে বারবার ধর্না দিয়েও পাইনি সে।’

সিভিল সার্জন ডা. আব্দুল কাদের বলেন, রাজু প্রজেরিয়া আক্রান্ত প্রথম রোগী। এ রোগ সাধারণত দেখা যায় না। তবে ভালো হওয়ার সম্ভাবনা প্রায় অনিশ্চিত বলেই ধরে নেয়া যায়।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে