বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৫:০৯

সাইকেলখেকো গাছ!

সাইকেলখেকো গাছ!

এক্সক্লুসিভ ডেস্ক : আফ্রিকার জঙ্গলে মানুষখেকো গাছ আছে এ কথা আমরা শুনেছি। কিন্তু গাছ শুধু মানুষ নয়, সাইকেল-বাইকও যে খায় সে কথা হয়তো আগে কখনো শোনেননি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাস্টন দ্বীপে এমনই বিচিত্র কিছু দৃশ্য দেখা গেছে। দ্বীপটির বেশ কয়েকটি গাছের সঙ্গে সাইকেল-বাইক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। দেখে মনে হবে গাছগুলো সাইকেলকে গ্রাস করে নিয়েছে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেখানকার একটি বটগাছ। অবাক করা বিষয় হল গাছের সঙ্গে লেগে থাকা একটি সাইকেল সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে গাছ যত বড় হয়েছে সাইকেলটিও তত উপরে উঠেছে। বহুল প্রচলিত জনশ্রুতি হচ্ছে, বাইসাইকেলের মালিক এটি বৃক্ষের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে যুদ্ধে যোগদান করেন। আর সেই যুদ্ধে মৃত্যু হয় তার। এরপরে আর কেউ ওই সাইকেলর খোঁজ নেয়নি। যার ফলে এটি বৃক্ষের সঙ্গে জড়িয়ে গেছে ওই সাইকেলটে।

অনেকেই বলছেন, ১৯৫০ সালে সাইকেলের মালিক এটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রেখে যান। তিনি আর সেই সাইকেলটি নিতে আসেননি। শেষ পর্যন্ত ওই গাছের জীবনসঙ্গি হয়ে যায় সাইকেলটি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে