বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৬:৩৩

পৃথিবীর পরিবেশ পাল্টে দিতে পারে পিঁপড়া!

পৃথিবীর পরিবেশ পাল্টে দিতে পারে পিঁপড়া!

এক্সক্লুসিভ ডেস্ক : পরিবেশ ঠাণ্ডা রাখে গাছপালা। পৃথিবী ঠাণ্ডা করার শক্তি রয়েছে পিঁপড়ার। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে তাপমাত্রা কমাবার শক্তি রয়েছে পিঁপড়ার।

সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মাটির ওপর পিঁপড়ার প্রভাব নিয়ে দীর্ঘ গবেষণার পর এমন তথ্য পেয়েছেন গবেষকরা। পিঁপড়ার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর আবহাওয়া শীতল করে তোলার ক্ষমতা রয়েছে বলে গবেষণায় ওঠে এসেছে।

আরিজোনা স্টেট ইউনিভার্সিটি প্রধান গবেষক লেখক রোনাল্ড ডর্ন জানিয়েছেন, পিঁপড়া পৃথিবীর পরিবেশকে পাল্টে দিতে পারে। পিঁপড়ার মধ্যে কিছু প্রজাতি রয়েছে যারা নিজেদের শরীর থেকে ক্যালসিয়াম কার্বনেট ঝরাতে সক্ষম।

যাকে ‘লাইম স্টোন’ হিসেবে জেনে থাকি আমরা। এ পদ্ধতি আবহাওয়া থেকে সামান্য পরিমাণ হলেও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম করতে পারে।

ব্যাসল্ট-এর মধ্যে পিঁপড়া ভাঙচুর দেখে ডর্ন তাদের শক্তিশালী ‘ওয়েদার অ্যাজেন্ট’ আখ্যা দিয়েছেন। তার গবেষণায় উঠে এসেছে, খোলা জায়গায় বালি রেখে দিলে তাতে যে ভাঙন দেখা দেয়, তার থেকে কমপক্ষে ৫০ থেকে ৩০০ গুণ দ্রুত বালি ভাঙতে পারে পিঁপড়ারা।

‘লাইম স্টোন’ তৈরির সময় পিঁপড়ারা খনিজ থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সাফ করে দেয় বলেও জানান গবেষক ডর্ন। সূত্র : ইন্টারনেট
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে