এক্সক্লুসিভ ডেস্ক : ভল্লুকের বদনাম আছে, সে না-কী একটা হিংস্র জানোয়ার। অনেকেই বলে এ প্রাণীটির হৃদয় পাথর দিয়ে তৈরি। না ধারনাটি পুরোপুরি সঠিক নয়। কারণ হাঙ্গেরির বুদাপেস্ট চিড়িখানায় যে মহানুভবতা পরিচয় দিল এক ভল্লুক তাতে এই পশু প্রজাতিকে নিছক হিংস্র জানোয়ার বলতে যে কারো দ্বিধা হবে।
বুদাপেস্ট চিড়িয়াখানার ভল্লুকের খাঁচার পাশের এক জলাশয়ে ডুবে যাচ্ছিল একটি কাক। পুরো শরীর ভিজে যাওয়ায় পানির উপর দাপাদাপি করছিল সেই কাকটি। মৃত্যুর মুখোমুখি হওয়া ওই কাকের এই অবস্থা দেখে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারলো না ভল্লুকটি। পানিতে উপুর হয়ে মুখে করে ডাঙায় তুললো কাকটিকে।
যে ভল্লুক পাখপাখালি ধরে খাওয়ার জন্য মুখিয়ে থাকে সে এভাবে বাগে পেয়েও যে ছেড়ে দেবে তা বুঝি ওই কাকও কল্পনা করতে পারেনি। শুধু তা-ই নয় কাকটিকে আলতো করে ডাঙায় রেখে নিজ মনে আবার গাজর খেতে শুরু করলো ভল্লুকটি!
অনেকে হয়ত এমন ব্যাখ্যা দিতে পারেন যে, খাঁচাবন্দি ভল্লুক সবজি খেতে খেতে মাংসের স্বাদই ভুলে গেছে। কিন্তু উদ্যোগী হয়ে বিপদাপন্ন কাককে উদ্ধার করার ব্যাপারটি কীভাবে ব্যাখ্যা করা যায়!
আলেকসান্দর মেদভেস নামে এক ব্যক্তি গত ২১ জুন এই ঘট্নাটির ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন। ভিডিওটি এ পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৭০৭ বার দেখা হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/