বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৩:০৯

হনুমান তাড়াতে ‘বানর-মানব’

হনুমান তাড়াতে ‘বানর-মানব’

এক্সক্লুসিভ : গোলা-বারুদ নয় এবার হনুমান তাড়াবে ‘বানর-মানব’। জেবরার ভারতীয় পার্লামেন্ট ভবন হনুমানের আক্রমণের শিকার। এখানে-ওখানে সবখানেই হনুমান। গাছের ডাল থেকে উঁকি মারছে বানরের দল। যার জেরে একেবারে দিশেহারা অবস্থা। ভয়ে তটস্থ সবাই, কখন আবার আক্রমণ করে বসে ।

আবার কিছুদিন আগে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে গন্ধগোকুল শ্রেণীর এক বিরল প্রাণী। শুরু হয় হইচই। সেই পরিস্থিতি কোনো রকমে  সামাল দেয়া গেলেও হনুমানের উৎপাত সামলাতে আজব বুদ্ধ ফাঁদলেন পার্লামেন্টবিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাউডু। সেই হনুমানগুলো ধরতে নিয়ে আসা হলো ৪০ জন ভুয়া হনুমান।

সাজানো হলো অবিকল হনুমানের মতো করে। যাদের মুখে কালো রঙ, পেছনে গোঁজা একটা লম্বা লেজ। দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটা হনুমান। তারা সবাই হনুমান ধরার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। পার্লামেন্টে হনুমান তাড়ানোর জন্য ৪০ জনকে ভাড়া নিয়েছে নিউ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন।

হনুমানের হাত থেকে পার্লামেন্ট ভবনকে বাঁচাতে তাদের মোতায়েন করা হয়েছে পার্লামেন্ট চত্বরে। হনুমান তাড়াতে এখন সারি দিয়ে বসে রয়েছে নকল হনুমানের দল। অঙ্গভঙ্গি ও শব্দের মায়াবলে হনুমানগুলোকে ধরতে কখনো ঝোপঝাড়, কখনো বা গাছের ডালে দেখা মিলছে তাদের।

সরকারি নির্দেশে গত বছর এভাবে হনুমান তাড়ানো বন্ধ হলেও বানরকুলের অত্যাচার এবং এই সংক্রান্ত একটার পর একটা অভিযোগের ভিত্তিতে আবারো ডাক পড়ে নকল হনুমানদের।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে