এক্সক্লুসিভ ডেস্ক : টনি হর্ক ২ বছর বয়সী অস্ট্রেলিয়ান এক শিশু। তার এখন ঘরে কিংবা ঘরের আশেপাশেই খেলনা নিয়ে খেলার কথা। কিন্তু তা না করে মেতে উঠে স্কেটার নিয়ে। মাত্র দুই বছর বয়সের সে দক্ষ স্কেটার হিসেবে স্বীকৃতিও অর্জন করেছে। তাই এই শিশুটিকে সবাই ‘বিস্ময় শিশু’ হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি ২ বছরের শিশু টনির স্কেটিংরত অবস্থায় একটি ভিডিও ফুটেজ ইউটিউবেও ছাড়া হয়। তা দেখে অবাক হয়েছেন লক্ষ লক্ষ দর্শক। অস্ট্রেলিয়ার এই শিশুটি তার স্কেটিং দেখিয়ে বিশ্ববাসীকে অবাক করেছে। এক অসম্ভবকে সম্ভব করেছে দুই বছরের শিশু টনি হর্ক। এই শিশুকে অনেকেই নাম দিয়েছেন ‘বিস্ময় শিশু’ হিসেবে।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই স্কেটিং চালু আছে। কিন্তু সেটি কেবলই একটি সৌখিন বিষয়। বাংলাদেশে এই স্কেটিং তেমনভাবে জনপ্রিয়তা না পেলেও পশ্চিমা দেশগুলোতে স্কেটিং খুবই জনপ্রিয় একটি খেলা।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/