এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবী ধ্বংসের কি আলামত? একের পর এক গহবরের সন্ধান। আরো একটি নয়া রহস্যজনক গর্তের দেখা মেলায় বিজ্ঞানীদের ঘুম হারাম হয়ে গেছে।
পূর্ব ইমলের টেমায়ারে। গর্তটি প্রায় ৪ মিটার চওড়া এবং ১০০ মিটার গভীর। স্থানীয় বাসিন্দাদের দাবি, গর্তের মুখ থেকে ধোঁয়া ও আগুনের ঝলকানি বের হচ্ছিল।
তাদের ধারণা, গর্তটি আকাশ থেকে কিছু একটা পড়ে তৈরি হয়েছে। নয়া গর্তটিকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
সাইবেরিয়ায় একের পর এক রহস্যজনক গহবরের রহস্য ভেদ করতে মাথার চুল ছিঁড়ছেন বিজ্ঞনীরা। প্রাকৃতিক কারণেই বিশাল গর্তের সৃষ্টি তা মেনে নিয়েও রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে।
এর আগে আকাশপথে সাইবেরিয়ার বরফে ঢাকা উপত্যকায় ২৬২ ফুট চওড়া গহবরের ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেন এক উৎসাহী।
ভিডিও ফুটেজটি দেখার পর থেকেই পৃথিবী শেষ হয়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তারপর ইমল উপদ্বীপের প্রথম গর্তের একশ' কিলোমিটার দূরে ১৫ মিটার চওড়া আরও একটি গহবর গুজবের ঘি ঢালে।
যদিও বিজ্ঞানীদের অনুমান, এলাকাটি প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। গ্যাসের খনি থেকে বিস্ফোরণ হতে পারে। কিন্তু গুজব ছড়াচ্ছে, হাওয়ার থেকেও দ্রুত। বাসিন্দারা মনে করছেন, দুনিয়া শেষের দিন এগিয়ে আসছে। একের পর এক দৈত্যাকৃতি গহবর আবিষ্কারে সংশয় বাড়ছে বাসিন্দাদের মনে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/