বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৭:২৪

৫ রঙের বিস্ময়কর এক নদী!

৫ রঙের বিস্ময়কর এক নদী!

এক্সক্লুসিভ ডেস্ক : Caño Cristales, কলম্বিয়ার এক  নদীর নাম। নানান রঙের রঙিন এই নদীটি। তাই সারা বিশ্বের কাছে নদীটি বৈচিত্র্যময়ও বটে।

কলম্বিয়ার Serrania de la Macarena প্রদেশে Caño Cristales নদীটির অবস্থান। একে বলা হয় পাঁচ রঙা নদী! আবার অনেকেই এই নদীর নাম দিয়েছেন রঙধনু নদী। এই নদীকে এসব নামে ডাকার কারণ এখানে পানির নিচে থাকা বিভিন্ন রঙের কারণে এই নদী বিভিন্ন রঙের আভা নিয়ে মানুষকে বিমোহিত করে।

Caño Cristales নদীতে রয়েছে, লাল, হলুদ, নীল, বেগুনি, কালো, বিশেষ করে লাল রঙ সত্যি মানুষকে অবাক করে দেয়। ভালোলাগার অনুভূতি এনে দেয়।

এই নদীতে যখন পর্যাপ্ত পানি থাকে এবং সূর্যালোক যথেষ্ট হয় তখন এখানে গজিয়ে উঠে সামদ্রিক মস! এসব মসের নাম Macarenia clavigera।

Macarenia clavigera সমূহ পানির নিচেই অসাধারণ রূপে আবির্ভূত হয়। নানান আবীরে বর্ণিত হয় পানির আভা।

Macarenia clavigera নামের বর্ণিল মস উদ্ভিদ দেখতে এমন, এদের কারণেই সম্পূর্ণ নদীর পানিকে বর্ণিল লাগে।

এই নদীর রূপ শুধু কলম্বিয়াবাসীকে নয় সারা বিশ্বর অসংখ্য পর্যটককে আকর্ষণ করেছে। প্রতিবছর এখানে অসংখ্য দর্শনার্থী ভিড় করে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে