এক্সক্লুসিভ ডেস্ক : হঠাৎ টিউনিসিয়ার মরুভূমিতে একটি রহস্যজনক হ্রদের আবির্ভাব ঘটেছে। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘গাসফা বিচ’। খাঁ খাঁ মরুভূমির মাঝে এই হ্রদ তৈরির ব্যাপারে এখনও কোন ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন । এক দল মেষপালক মরুভূমি পেরোনোর সময় এই রহস্যজনক হ্রদ আবিষ্কার করেন।
মরুভুমিতে হ্রদের জন্মকে কেউ বলছেন মিরাক্যাল, কেউ আবার বলছেন অভিশাপ। ভূতত্ববিদদের মতে, ভূগর্ভের নিচে কোনও প্লেট সরে যাওয়ার ফলেই মাটির নিচের পানি সম্ভবত উপরে উঠে এসেছে।
হ্রদের পানির ব্যাপারে প্রশাসন থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, উৎপত্তি না জেনেই সেই পানিতে নামা ক্যান্সারের মতো বিপজ্জনক রোগ ও হতে পারে।
কিন্তু সেখানে এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, তাইতো কথা শুনতে নারাজ উৎসাহীরা। প্রতিদিন ছয়'শোরও বেশি উৎসাহী পর্যটক এই হ্রদে নেমে পড়ছেন গোসল করতে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/