এক্সক্লুসিভ ডেস্ক : ঘরের সামনে একটি পুকুর। সেই পুকুরে নিজের প্রিয় মোবাইল ফোনসেট হারিয়ে ফেলে এক জার্মান কিশোর। হারিয়ে যাওয়া ওই মোবাইল ফোনটি তার লাগবেই, সেটা যেভাবেই হোক না কেন। ফোনটি ফিরে পেতে এক অভিনব কৌশল বেছে নিল ওই কিশোর।
প্রিয় মোবাইল ফোনটির জন্য পাম্প বসিয়ে পুকুরের পানি সেচা আরম্ভ করল কিশোর! কিন্তু এত পানি ফেলবে কোথায়? বেছে নিল কাছের একটি মত্স্য সমিতির শৌচাগার।
ওই পুকুরটিতে প্রায় ১৮ লাখ লিটার পানি টলমল করছিল। স্থানীয় ওই শৌচাগারের ট্যাংকির ধারণক্ষমতা ছিল মাত্র এক হাজার লিটার। তার ওপর আবার শৌচাগারটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিল না।
পানি নিষ্কাশন শুরু করার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ল শৌচাগারের ময়লা পানি। সমিতির পুরোটা ভবন এতে সয়লাব।
ওই কিশোর বলেন, ‘দুটি পাম্প এনে আমি পুকুরের সম্পূর্ণ পানি নিষ্কাশন শুরু করেছিলাম। কাজটি প্রায় শেষ করেও ফেলেছিলাম। যেকোনো মূল্য আমি ফোন সেটটি পেতে চেয়েছিলাম। জানি, ফোনটি এখন হয়তো অকেজো হয়ে গেছে, কিন্তু ডেটা কার্ডটি খুবই দরকার। এতে বন্ধুদের অনেক নম্বর, ছবি ও ভিডিও আছে।’
শেষ পর্যন্ত কী ঘটেছিল ওই কিশোরের ভাগ্যে তা অবশ্য জানা যায়নি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/