বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৪:৫৯

চুল, নাকি দেখার ভুল?

চুল, নাকি দেখার ভুল?

এক্সক্লুসিভ ডেস্ক : চুলের বর্ণনা দিতে গেলে অবশ্যই এ বাক্যটি সবার আগে চলে আসবে। ‘কুঁচবরণ কন্যা তার মেঘবরণ চুল’। নিজের চুলকে সুন্দর রাখতে কত কিছুই করে মেয়েরা।

কিন্তু এখন আর শুধু মেয়েরাই নয় চুলের যতœ নিয়ে সচেতন পুরুষও। কিছু কিছু মানুষ আছে যাদের আসল নামটাই বিলিন হয়ে যায় তার চুলের কারণে। যেমন মনে করেন আপনার নাম আজাদ কিন্তু আপনার মাথায় চুল নেই।

তখন হয়তো বন্ধুরা আপনাকে ‘টাকলু’ অথবা ‘টাকলু আজাদ’ নামে ডাকবে। কেউ হয়তো চুল কেটে কেটে মাথা এঁকে নিয়েছেন ড্রাগন কিংবা টিকটিকি। তখন নিশ্চই তাকে আর কেউ মজিদ (আসল নাম) বলে ডাকবে না, ডাকবে ‘ড্রাগন মজিদ’ বা ‘টিকটিকি মজিদ’। এমনটাই কিন্তু হয়।

বিশ্বাস হচ্ছে না? এমন কিছু বাহারী চুলের স্টাইল আছে যা দেখলে আপনিও আর ওই ব্যক্তির নাম ধরে ডাকবেন না। এমন কয়েকজনের ছবি দেয়া হচ্ছে। আর তাদেরকে কী নামে ডাকবেন তা আপনিই ঠিক করে নিন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে