বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩১:১৪

দুর্ঘটনার ১৭ বছর পর নতুন মুখ পেলেন নরিস

দুর্ঘটনার ১৭ বছর পর নতুন মুখ পেলেন নরিস

এক্সক্লুসিভ ডেস্ক : ১৯৯৭ সালের কথা, হঠাত্ই একটা গুলি লেগে বিকৃত হয়ে যায় রিচার্ড লি নরিস তার মুখ। আজ থেকে ১৭ বছর আগে তার জীবনে নেমে আসলো ঘোর অন্ধকার। তখন তার বয়স মাত্র ২২ বছর। এই বয়সেই আশা ফুরিয়ে যায় সুস্থ ভাবে বেঁচে থাকার। এই সময় বোধহয় একমাত্র সহায় হতে পারে বিশ্বাস।

দুর্ঘটনার পর নরিসের চেহারা একেবারেই বিকৃত হয়ে যায়। শেষ পর্যন্ত অস্ত্রপচার করে নতুন জিভ, চোয়াল, দাঁত প্রতিস্থাপন না করলে ফেরানো যেত না পুরনো চেহারা। সেখানেও মৃত্যুর সম্ভাবনা ছিল ৫০ শতাংশ। তারপর থেকে বিকৃত মুখ নিয়ে পরিজনদের প্রশ্ন, সমবেদনার মাঝেই কেটে গিয়েছে ১৭ বছর। অবশেষে ৩৯ বছর বয়সে তাঁর জীবনে আলো নিয়ে এলেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের চিকিত্সক ইউডুরাডো রডরিগেজ।

রডরিগেজের একটানা ৩৬ ঘণ্টার অস্ত্রপচারের পর নতুন চেহারা পেলেন নরিস। এরপর জি কিউ ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন নরিস।

নরিস বলেছেন, "এক বিন্দু আশা থেকেই আশার সমুদ্র তৈরি হয়, আর এক বালতি বিশ্বাস গোটা পৃথবী গড়ে দিতে পারে।" আর অস্ত্রপচারের পর রডরিগেজ বললেন, "নরিস কখনও নিজেকে নিয়ে এতকিছু ভাবতেই পারেননি। যুদ্ধক্ষেত্রে আহতদের সাহায্য করতে, আশা জোগানোর মধ্যে দিয়েই বাঁচছিলেন তিনি।"
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে