এক্সক্লুসিভ ডেস্ক : বাথরুমে দরজা খুলতেই যা চোখে পড়ল তাতে আঁতকে উঠলেন ভরত পটেল। বাথরুমের কোনে ঘাপটি মেরে বসে রয়েছে একটা কুমীর! কয়েক লহমায় মেরুদণ্ড বেয়ে নেমে এল হিমেল স্রোত। বিমূঢ়ভাব কাটিয়ে চিত্কার করে উঠলেন তিনি। শুধু বাড়ির লোকই নন, ছুটে এলেন প্রতিবেশীরাও। গত ২১ জুলাই এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাতের আনন্দ জেলার সোজিত্রা গ্রামে।
ভরতের পরিবার ও প্রতিবেশীরা বাথরুম বন্ধ রেখে বনবিভাগে খবর দেন। বনবিভাগের কর্মীরা ৫ ফুটের ওই কুমীরটিকে ধরে নিয়ে গিয়ে গ্রামেরই একটি হ্রদে ছেড়ে দেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/