বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৭:৪৯

ডিজিটাল চোর!

ডিজিটাল চোর!

আন্তর্জাতিক ডেস্ক : সাবধান! অনলাইনে পুরনো জিনিস কেনাবেচা হচ্ছে। কেনার আগে যাচাই করে নিন জিনিসটি৷আপনার সাধের কেনা জিনিসটি হতে পারে চোরাই মাল। এমন ডিজিটাল চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

কারও বাড়ি থেকে চুরি করে সেই জিনিস চোর বিক্রি করছে অনলাইনে। এমনই ঘটনা ঘটছে ভারতের বিভিন্ন্ রাজ্যে৷

অনেকদিন ধরে টাকা জমিয়ে পছন্দের বাইক কিনেছিলেন গুরগাঁওয়ের যুবক ভানু৷ দু'দিন পরই সাধের বাইক চুরি যায় তার। নতুন বাইক কেনার টাকা আর নেই৷ অগত্যা কিনতে হবে পুরনো বাইক৷

এরপর খোঁজ নেন তিনি। একটি সাইট খুলতেই তার চোখ উঠলো কপালে৷এ তো তার সাধের বাইক। ছবি দিয়ে তাতে বড় বড় করে লেখা সেলিং আইটেম। এক মুহূর্ত দেরি না করে হাজির হলেন থানায়।

এ তো আধুনিক চুরি। চোর চুরি করে জিনিস বেচে না বাজারে৷চোরের বাড়িতে রয়েছে কম্পিউটার৷ চোরমশাই কাজ সারেন তাতেই৷ চুরি করা জিনিসের ছবি তুলে চোর দেয় এসব সাইটগুলোতে৷ তারপর চোরের বাড়ি এসে সেই সব জিনিস কিনে নিয়ে যান ক্রেতারা৷

গুরগাঁওয়ের দক্ষিণ-পূর্ব শাখার ডেপুটি পুলিশ কমিশনার সুমন গোয়াল জানালেন, এ রকম ঘটনা ঘটছে বেশ কয়েকদিন ধরেই৷ এ ধরেনর ঘটনায় বিভিন্ন্ রাজ্য থেকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে দু'জন যুবককে।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, হাতঘড়ি এবং মোবাইল ফোন৷ কিন্তু সবক’টি উদ্ধার করা যায়নি। কারণ ধরা পড়ার আগেই তারা অনলাইনে বেচে ফেলেছে ৩৪টি ল্যাপটপ এবং ২০টি হাতঘড়ি৷মিলেছে কয়েকটি গাড়িও৷

বিভিন্ন্ রাজ্যে অভিযান চালিয়ে ধরা পড়েছে এ ধরনের চোরের একটি বড় গ্যাং৷ মাস কয়েক আগে দিল্লিতেও ঘটেছে এমন ঘটনা৷সচিন শর্মা নামে এক ব্যক্তির অভিযোগে গ্রেফতার হয় এক ছাত্র।

পরে তল্লাশি চালিয়ে পুলিশ খোঁজ পায় একটি বড় গ্যাংয়ের৷বিভিন্ন্ রাজ্যে ছড়ানো রয়েছে তাদের গ্যাং৷গুরগাঁওয়ের বাইক চুরির ঘটনায় এখনো কেউ ধরা পরেনি৷ তবে শুরু হয়েছে তল্লাশি৷অনলাইনে জিনিস কেনাবেচায় সতর্ক হওয়া প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে