বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫০:১২

মাত্র একটি পরীক্ষায় ধরা পড়বে ক্যানসার

মাত্র একটি পরীক্ষায় ধরা পড়বে ক্যানসার

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র একটি পরীক্ষায় ধরা পড়বে ক্যানসার। ডিএনএ বিশ্লেষণ করে ক্যানসার নির্ণয় করতে পারবেন চিকিৎসকরা। ভবিষ্যতে সাধারণ একটি রক্ত পরীক্ষার মাধ্যমেই শরীরে কোনো ধরনের ক্যানসার থাকলে তা শনাক্ত করা যাবে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকরা।

সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, তারা খুব সাধারণ একটি রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন, যাতে মানুষের শরীরে কোনো ধরনের ক্যানসারের অস্তিত্ব থাকলে তা সহজেই ধরা পড়বে।

গবেষকদের দাবি, তাদের উদ্ভাবিত পদ্ধতিটি একদিকে অর্থ সাশ্রয়ী অন্যদিকে সময়ও সাশ্রয়ী। এতে মেলানোমা, কোলন ও ফুসফুসের ক্যানসারের মতো কোনো সমস্যা শরীরে বাসা বেঁধেছে কি-না তার উপস্থিতি টের পাওয়া যাবে পরীক্ষায়।

প্রধান গবেষক ডিয়ানা অ্যান্ডারসন জানিয়েছেন, এ পদ্ধতিতে মূলত কোষের ডিএনএ বিশ্লেষণ করে ক্যানসারের অস্তিত্ব নির্ণয় করা হয়। ক্যানসারে আক্রান্ত ব্যক্তির ডিএনএ সুস্থ ব্যক্তির ডিএনএর তুলনায় আলট্রাভায়োলেট রশ্মিতে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।

তিনি জানিয়েছেন, ডিএনএ’র সংবেদনশীলতা পরীক্ষা করে ক্যানসার নির্ণয় করা হবে। তবে এ পদ্ধতিটিকে আরো উন্নয়ন করতে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ডিয়ানা।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে