বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫২:০৩

জীবন সুড়ঙ্গ পথ!

জীবন সুড়ঙ্গ পথ!

এক্সক্লুসিভ ডেস্ক : গাজার একটি সুড়ঙ্গ পথ। এমন অনেক সুড়ঙ্গ পথ রয়েছে শহরটিতে।

এগুলো শহরের জীবন সুড়ঙ্গ। এসব ব্যবহার করে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রাখা যায়।

বিভিন্ন পণ্যও আনানেয়া করা হয় এ পথ দিয়ে। অবরুদ্ধ শহরে মিসর থেকে আসে ভোগ্যপণ্য, অস্ত্র, জীবন্ত পশু সবই।


মিসর-ইসরাইল শান্তিচুক্তির মাধ্যমে ১৯৭৯ সালে দু’ভাগ হয়ে যায় গাজার রাফাহ শহর। এক ভাগ থাকে গাজায় এবং অপর অংশ মিসরে।

সীমান্তে ইসরাইলি সেনাদের সতর্ক প্রহরা। এর মাঝেই জীবন রক্ষায় যোগাযোগ হয় দুই অংশের; মাটির নিচ দিয়ে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে