বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০১:৪৪

ষাঁড়-গরুর লড়াইয়ে ট্রেন লাইনচ্যুত

ষাঁড়-গরুর লড়াইয়ে ট্রেন লাইনচ্যুত

এক্সক্লুসিভ ডেস্ক : কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা কোনো জঙ্গি সংগঠনের হামলা নয়, গরু-ষাঁড়ের কা-ে লাইনচ্যুত হয় ট্রেন ‘লালকৌন এক্সপ্রেস’।

সোমবার ভারতের লখনউয়ের ডালিগঞ্জ রেল স্টেশনের ঘটনা।

ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই হঠাৎই একটি গরু এবং একটি ষাঁড় নিজেদের মধ্যে লড়াই করতে করতে লাইনের উপর এসে পড়ে।

রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি ডালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশনে ঢোকার কিছু আগেই গতি কমিয়ে দেন ট্রেনের চালক। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি! চালক ব্রেক কষতেই লাইনচ্যুত হয় ট্রেনের চারটি বগি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে রেল জানিয়েছে। কিন্তু ‘গো-বৃষ’-র লড়াইয়ে বগি লাইনচ্যুত হবে এমনটা স্বয়ং চালকও ভাবতে পারেননি! ট্রেনটির গতি বেশি থাকলে হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে এক রেল কর্মকর্তা জানিয়েছেন।

ঘটনার পরই রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বগিগুলিকে সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। এ ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে ডালিগঞ্জ স্টেশনে নিয়ে যাওয়া হয় ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে