এক্সক্লুসিভ ডেস্ক : ঠিক দু'বছর আগে কেসি তার মালিককে শেষ দেখেছিল। রাবেকা এহাল্ট মিস্টি পোষ্যটিকে নিজের সন্তানের মতোই ভালবাসত। দু'বছর পর ইউরোপ থেকে ফেরার পর রাবেকাকে দেখে কেসি আত্মহারা।
একবার তাকে জরিয়ে ধরে। কখনও কেঁদে ভাসায়। প্রিয় পোষ্যর এমন আবেগ দেখে আপ্লুত রাবেকাও। ছোট্ট কুকুরটিকে বেশকিছুক্ষণ সোহাগ করার পর ঠাণ্ডা হয় পোষ্যটি। শেষে রাবেকার বাবা এসে পরিস্থিতি সামাল দেন।
২৪ তারিখ ইউটিউবে ভিডিওটি পোস্ট হয়েছে। ইতিমধ্যেই ১৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ভিডিওটি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/