এক্সক্লুসিভ ডেস্ক : ফ্রান্সে একটি রেল দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। এ রেল দুর্ঘটনার জন্য দায়ী না-কী ইঁদুর!
মঙ্গলবার এমন অভিযোগ উঠল ফ্রান্সে।
বলা হচ্ছে, ইঁদুরের কামড়ে রেলের সিগনালিং কেবল ছিঁড়ে যায়। যার জন্য সিগন্যাল লাল হওয়ার বদলে সবুজ হয়েই রয়ে যায়। আর এতেই দুর্ঘটনার কবলে পড়ে দুটি যাত্রীবাহী ট্রেন।
ফ্রান্সের স্টেট রেলওয়ে সংস্থা এসএনসিএফের দাবি, ইঁদুরের দোষেই এই দুর্ঘটনা। যদিও যাত্রীদের অভিযোগ, রেললাইনে নিয়মিত নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।
এই রেল সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অবশ্য এই প্রথম নয়।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/