বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৯:৩৫

ব্রেক কষে থামল 'মৃত্যুদূত'

ব্রেক কষে থামল 'মৃত্যুদূত'

এক্সক্লুসিভ ডেস্ক : বৃষ্টিভেজা রেললাইন৷ সরু সেতুটা পার হতে পারলে তারপর এদিক ওদিক ঝাঁপ দিয়ে কোন রকমে বাঁচা যাবে৷ পিছন থেকে আসছে সাক্ষাত্ রেল নামক মৃত্যুদূত৷ গতি কমালেও সে ট্রেনের দুজনকে পিষে ফেলা নেহাত সময়ের অপেক্ষা৷ তারপর?

আমেরিকার মনরো কাউন্টিতে ঘটে যাওয়া এই আশ্চর্য ঘটনাতে অবশ্য ঘটেনি কোনও প্রাণহানি৷ ১০০ কামরার মালগাড়ির চালক জরুরি ব্রেক কষে বাঁচিয়ে দিয়েছেন দুজনকে৷ ট্রেনের ইঞ্জিনে লাগানো ভিডিও ক্যামেরায় উঠেছে জীবনের পথে ফিরে আসার শ্বাসরুদ্ধকারী ছবি৷

তবে এমন ঘটনার পর থেকে ওই সেতুতে বেআইনি চলাফেরা যে কোনও উপায়ে নিয়ন্ত্রণ করার কথা খুব গুরুত্ব দিয়ে ভাবছে কর্তৃপক্ষ৷
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে