এক্সক্লুসিভ ডেস্ক : ডিমের যদি লেজ থাকে তাহলে কেমন হবে। হ্যাঁ, সত্যিই লেজওয়ালা এক ডিম পাওয়া গেছে দক্ষিণ চীনের ফ্যান নদীর তীরে অবস্থিত শানজি প্রদেশের লিওয়ান গ্রামের মি. লু নামের এক লোকের বাড়িতে।
লেজের দৈর্ঘ্য ৩ সে.মি। আচানক এই ডিমটি পেড়েছে এক মুরগী। ডিমটি সাধারণ ডিমের চেয়ে একটু বড়, যাতে রয়েছে ছোট পাকানো লেজ। মি. লুর বাড়িতে অনেকগুলো মুরগী রয়েছে। তবে তিনি কখনো এ রকম অদ্ভূত ডিম দেখেননি।
এ ধরণের অদ্ভূত ধরণের ডিম পাড়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা কিছু বলতে পারেনি। তবে কেউ কেউ মনে করেন মানসিক চাপের দরুন এ ধরণের আজব ডিম পাড়তে পারে। তবে এ ধরণের ঘটনা চীনে নতুন কিছু নয়। এর আগে ২০১২ সালের মে মাসে এক মুরগী এক ইঞ্চি লম্বা লেজবিশিষ্ট এক ডিম পেড়েছিল।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/