বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৭:৩১

ডেটিংয়ের তিন কাহন

ডেটিংয়ের তিন কাহন

এক্সক্লুসিভ ডেস্ক : সবে মাত্র প্রেমে পড়ে ডেটিং করা শুরু করেছেন। খুব উত্তেজিত ডেটিং নিয়ে এবং সেটা খুব স্বাভাবিক। কিন্তু অনেকেই হঠাৎ প্রেমে পড়ার আবেগ সামলাতে না পেরে না বুঝেই নানান রকম ভুল কাজ বা ভুল আচরণ করে ফেলে যা একেবারেই উচিত নয়।

এসব ভুল আচরণ ও কাজের ফলে সম্পর্কেও সৃষ্টি হয় টানাপোড়েন। ফলে নতুন জড়ানো এই মিষ্টি সম্পর্কটা নিমিষেই তেতো হয়ে যায়। ডেটিং করার পূর্বে নিজের নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই জরুরি। কারণ প্রেমের সম্পর্কের শুরুতেই কাউকে অন্ধ বিশ্বাস করা উচিত নয়। যেই মানুষটির সাথে আপনার সম্পর্কটাই খুব বেশিদিনের নয় তাকে না জেনে পুরোপুরি বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। বিশেষ করে নারীরা নিজের নিরাপত্তা নিশ্চিত না করে ডেটিং এ যাবেন না কখনোই।

ডেটিং এর ভুল স্থান নির্বাচন করবেন না
ধরুন আপনি চাইছেন কোনও কফি শপে আড্ডা দিতে, আর আপনার প্রেমিক চাইছে নিজের বা বন্ধুর বাড়িতে অথবা একেবারে নির্জন কোথাও যেতে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে অবশ্যই স্থান পরিবর্তন করে ফেলুন। কারণ এই ধরনের সম্পর্ক আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তাই ডেটিং এর জন্য সবসময় একটু জনসমাগম আছে এমন স্থান ঠিক করুন।

আবেগের ভেসে যাবেন না
ডেটিং মানে আপনি নিজের সঙ্গীকে সবে চিনতে শুরু করেছেন। তবে যেহেতু সম্পর্কটি প্রেমের তাই দুজনের মনেই আছে পরিপূর্ণ আবেগ। কিন্তু আবেগের বশে বয়ে গিয়ে এমন কোন কাজ করবেন না যাতে আপনার এবং আপনার বন্ধুটির ভবিষ্যৎ জীবনে সমস্যার সৃষ্টি করে।

পরিবারকে জানান
ডেটিং করছেন বেশ কথা, কিন্তু তা পরিবারের থেকে একদম লুকিয়ে যাবেন না। সম্পর্কের শুরুর দিকে কিছু না জানালেও ধীরে ধীরে বাড়িতে নিজেদের সম্পর্কের কথা খুলে বলুন। হয়তো বাড়ির মানুষরা সমস্যা করতে পারেন, তাহলে তাঁদের বোঝান আপনি ভুল কিছু করছেন না। কিন্তু কখনোই পরিবারের মানুষদের থেকে লুকিয়ে যাবেন না। আপনি কোন সমস্যায় থাকলে পরিবারই আপনাকে রক্ষা করতে পারবে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে