এক্সক্লুসিভ ডেস্ক : মোবাইল চ্যাট বা ফেসবুকে চ্যাট, প্রায় সবসময়ই আমরা মনের ভাব বোঝানোর জন্য বিভিন্ন ধরনের স্মাইলি ব্যবহার করে থাকি। কিন্তু এই একঘেয়ে হলুদ রঙের স্মাইলি আর কতদিনই বা ভালো লাগতে পারে? এবার ইমোজি অ্যাপ্লিকেশন দূর করে দিতে পারে এই একঘেয়েমি।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজের মুখকেই স্মাইলির পরিবর্তে ব্যবহার করতে পারবেন। যদিও এই অ্যাপ্লিকেশ আপাতত আইফোনের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন যাদের তাদের আপাতত একটু অপেক্ষা করতে হবে।
ইমোজি অ্যাপ্লিকেশনের সাহায্যে তৈরি ইমেজ যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে। এই অ্যাপের ব্যবহার খুবই সহজ। এর জন্য প্রথমে এই অ্যাপে আপনার একটি ছবি সিলেক্ট করতে হবে। এরপর মুখ বাদে বাকি অংশ মুছে এক্সপ্রেশন বেছে নিলেই আপনার মুখ একটি স্মাইলি হয়ে যাবে।
শুধু নিজের মুখ কেন অন্য কেউ বা নিজের পোষ্যদের ছবিকেও স্মাইলি বানাতে পারবেন আপনি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/