বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৩:৪২

ফেসবুকে পোস্ট দেয়ায় ৮০০০০ ডলার জরিমানা!

ফেসবুকে পোস্ট দেয়ায় ৮০০০০ ডলার জরিমানা!

এক্সক্লুসিভ ডেস্ক : আইনগত গোপনীয়তা ভঙ্গ করে ফেসবুক পোস্ট দেয়ার কারণে ৮০ হাজার ডলার জরিমানা হয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামী শহরের কিশোরী ডানা শাইর বাবাকে।

মিয়ামীর একটি আদালত এই জরিমানা করে।

ডানা শাই নামের এই কিশোরী ফেসবুকে একটি গোপনীয় চুক্তির কথা প্রকাশ করে দেয়। কিশোরীর দেয়া পোস্টটিতে লেখা ছিল, “মা-বাবা গালিভারের বিরুদ্ধে কেইসে জয়ী হয়েছে। ফলে গালিভার মা-বাবাকে ইউরোপ সফরের জন্য অর্থ দিতে হচ্ছে।” যদিও তারা ইউরোপ যাচ্ছিলো না, মূলত অর্থটি দেওয়া হচ্ছিলো আদালতের রায়ের ভিত্তিতে।

ডানা শাইয়ের বাবা গালিভারের প্রিপারেটরি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োজিত ছিলেন। কিন্তু শিক্ষকতা চাকরির চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন না তিনি। ফলে তিনি আদালতে অভিযুক্ত করেন এবং জয়ী হন। শর্ত ছিল সে এবং তার স্ত্রী ঐকমতের কথাটি গোপন রাখবে। কিন্তু তিনি তার কন্যার সাথে কথাটি শেয়ার করেন, মেয়েটি তা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়।

ঘটনাটি থেকে একটি বিষয় পরিস্কার হয় যে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সচেতনতা ভালো। কখনো কখনো এর যথেচ্ছ ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। সূত্র: বিজনেসইনসাইডার।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে