এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ে করে স্ত্রীকে ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে তার স্বামী।
এ ঘটনায় জিয়ারউদ্দিন খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতার বাঁকুড়া থানার পুলিশ।
পুলিশি জেরায় জিয়ারউদ্দিন জানান, ওই যুবতীকে উত্তর প্রদেশে ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল।
উত্তর প্রদেশ পুলিশের সহায়তায় সেখানকার আমরুহি থানা এলাকা থেকে নারী পাচারের এজেন্ট আশা দেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিক্রি হয়ে যাওয়া ওই যুবতীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই যুবতীকে সম্বলপুরে বিক্রি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ইসলামবাজার এলাকার জিয়াউদ্দিন খান দুই বছর আগে নিজেকে সঞ্জীব রায় পরিচয় দিয়ে এক যুবতীকে অন্য গ্রামে নিয়ে বিয়ে করে। অষ্টমঙ্গলা পর্যন্ত শ্বশুরবাড়িতে কাটায়। দুই বছর ধরে স্ত্রীকে নিয়ে তিনি কোথায় গেছেন তা কেউ বলতে পারছে না। ওই যুবতীর বাড়ির লোকজন তাদের খোঁজখবর নিয়েও কারো সন্ধান পাননি।
সম্প্রতি স্থানীয় মুকুড়া গ্রামে জিয়াউদ্দিনকে দেখেন গ্রামবাসীরা। এরপর ওই যুবতীর বাড়ির লোকজন তাকে আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানতে পারে, যুবতীর বাড়ি থেকে বেরিয়ে জিয়াউদ্দিন বিবাহিত স্ত্রীকে উত্তর প্রদেশ নিয়ে যায়। সেখানে ১৫ হাজার টাকার বিনিময়ে উত্তর প্রদেশের আমরুহি থানা এলাকার এক নারী পাচারকারী দালাল আশা দেবীর কাছে বিক্রি করে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/