এক্সক্লুসিভ ডেস্ক : ফেলে দেয়া বস্তু দিয়ে এক অসাধারণ বাড়ি তৈরি করেছেন মার্কিন এক স্থপতি। পরিবেশ বিষয়ে বিশ্ববাসী তেমন একটা সচেতন না হলেও পিছিয়ে নেই তিনি।
পরিবেশ বিষয়ে তার সচেতনতা থেকেই এ ধরনের বাড়ি নির্মাণে উদ্যোগী হন মার্কিন এই স্থপতি।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
যুক্তরাষ্ট্রে ১৯৭০ সালের পরিবেশ আইন তৈরি হওয়ার আগেই পরিবেশ বিষয়ে সচেতনতা প্রকাশ করেন স্থপতি মাইকেল রেনল্ড। এ উদ্যোগের অংশ হিসেবেই তিনি ফেলে দেয়া বস্তুর ওপর নজর দেন।
পরিকল্পনা করেন বাড়ি তৈরির।
অসম্ভবকে সম্ভব করে ফেলে দেয়া বস্তু থেকেই তৈরি করেন অসাধারণ এক বাড়ি।
বাড়ি নির্মাণকারী রেনল্ড বলেন, এ বস্তুগুলো বিশ্বের সব স্থানেই পাওয়া যায়।
১৯৬৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর তিনি এ ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন। ৭২ সালে প্রথম বাড়ি তৈরি করেন ফেলে দেয়া বিয়ার ও পপ ক্যান দিয়ে।
দুই বেডরুমের এ ধরনের একটি বাড়ি তৈরি করতে ৭০ হাজার খালি ক্যানের প্রয়োজন পড়ে তার। এগুলোর খরচও বেশ কম। তাতে বাড়ি তৈরিতে তেমন একটা ব্যয় হয় না।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/