এক্সক্লুসিভ ডেস্ক : টাকা, বিভিন্ন সম্পদ মিলিয়ে প্রায় ১২ লাখ সৌদি রিয়াল অর্থমূল্যের সম্পত্তির মালিক এক কোটিপতি ভিখারি! সৌদি আরবের বন্দর শহর ইয়ানবু থেকে এমনই এক ভিখারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সৌদি আরবে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ, তা সত্ত্বেও লোকটি লুকিয়ে চুরিয়ে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ে যায়। তারপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মদিনা পুলিশের মুখপাত্র ফহাদ আল-ঘানাম।
পুলিশের জেরায় ওই ভিক্ষুক যেসব তথ্য দিয়েছে তাতে চোখ কপালে উঠবেই। জানা গেল, সে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে, নিজের গাড়িতে বিভিন্ন শহরে যাতায়াত করে। অথচ এতদিন কিছু টেরই পায়নি পুলিশ!
তদন্তে প্রকাশ হয়, তাকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য করত স্ত্রী ও তিন বাচ্চা। গোটা পরিবারটাই বেআইনিভাবে সৌদি আরবে বসবাস করছিল। ঘানাম জানিয়েছেন, কোটিপতি ভিখারি উপসাগরেরই কোনো দেশ থেকে লাইসেন্স বের করেছিল। তার জোরেই সে বিপুল অর্থ কামিয়ে নেয়। লোকটি কোন দেশের নাগরিক পুলিশ অবশ্য তা জানায়নি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/