বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪১:৪৭

সঙ্গী খুঁজতে ঘ্রাণশক্তি যার বেশি

সঙ্গী খুঁজতে ঘ্রাণশক্তি যার বেশি

এক্সক্লুসিভ ডেস্ক : ঘ্রাণ নেয়ার শক্তি৷ হ্যাঁ, এতদিন সবাই জানে যে এ ক্ষেত্রে রাজা হলো ইঁদুর৷ কুকুরেরও ঘ্রাণ নেয়ার ক্ষমতা অনেক, সেটাও কারও অজানা নয়৷ কিন্তু জাপানের বিজ্ঞানীরা এবার জানালেন নতুন তথ্য৷

টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা শেষে জানালেন, আফ্রিকান হাতির নাকের গন্ধ শোঁকার ক্ষমতা নাকি ইঁদুরের চেয়েও বেশি৷ হাতির নাকের ক্ষমতা কুকুরের চেয়ে প্রায় দ্বিগুণ আর মানুষের নাকের চেয়ে প্রায় ৫ গুণ বেশি৷

বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে, আফ্রিকান হাতির নাকে ওলফ্যাক্টরি রিসেপ্টর বা ওআর জিনের সংখ্যা প্রায় দুই হাজার৷ এই জিন পরিবেশে থাকা ঘ্রাণ শনাক্ত করে৷

গবেষণা প্রতিবেদনটি জেনোম রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে৷

টোকিও বিশ্ববিদ্যালয়ের ইওশোহিতো নিমুরা গবেষণা দলের নেতৃত্ব দেন৷ তারা আফ্রিকান হাতির ওআর জিনের সঙ্গে ঘোড়া, খরগোশ, গিনিপিগ, গরু, শিম্পাঞ্জিসহ ১৩টি প্রাণীর জিনের তুলনা করেন৷

নিমুরা বলেন, হাতির নাক শুধু আকারেই বড় নয়, এর ক্ষমতাও বেশি৷ ভাল ঘ্রাণ নেয়ার ক্ষমতা কোনো প্রাণীকে সঙ্গী ও খাবার খুঁজতে সহায়তা করে৷

মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের নাকে অন্যান্য প্রাণীর তুলনায় অনেক কম ওআর জিন রয়েছে বলে গবেষণায় জানা গেছে৷

জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি এবং জাপান সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ সায়েন্স গ্রান্টস-ইন-এইড এর আর্থিক সহায়তায় গবেষণাটি পরিচালিত হয়৷
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে