এক্সক্লুসিভ ডেস্ক : মাকে বারবার জড়িয়ে ধরতে চেয়েছিল শিশুটি। সন্তানের আব্দার না মিটিয়ে কি পারে মা। কিন্তু তিনি কি জানতেন এটাই তার শেষ জড়িয়ে ধরা?
১১ বছর বয়সী মিগুয়েল প্যান্ডোভিনাতা এমনটাই আব্দার জানিয়েছিল তার মা'র কাছে। মা সামিরা কাল সন্তানের আব্দার মেটাতে পরম স্নেহে মিগুয়েলকে জড়িয়েও ধরেন। ছেলেকে আলিঙ্গনের শেষ স্মৃতি তার!
সামিরা বলেন, কিছুদিন ধরেই কেমন জানি উদ্বিগ্ন হয়েছিল মিগুয়েল। বারবার সে মৃত্যু, আত্মা ও ঈশ্বর সম্পর্কে নানা প্রশ্ন করছিল।
কেন এমন করছিল শিশু মিগুয়েল? নিজের মৃত্যুর ইঙ্গিত কি সে পেয়েছিল? নাকি শিশু মনের কৌতুহল মাত্র?
১৬ জুলাই নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এমএইচ-১৭ ফ্লাইটের যাত্রীদের একজন মিগুয়েল। সে যাচ্ছিল কুয়ালালামপুরে, দাদির কাছে। সঙ্গে ছিল তার বড় ভাই শাকা প্যান্ডেভিনাতার।
তবে মাকে ছেড়ে মালয়েশিয়ায় যাওয়ার উচ্ছ্বাস ছিল না মিগুয়েলের মধ্যে। বরং বিমান উড়াল দেয়ার আগের পুরোটা রাত মা'র কাছে ঘুরঘুর করেছে। ছেলের সেই স্মৃতি ভুলতে পারছেন না মা সামিরা। মিগুয়েলকে মিস করছেন তিনি।
সারারাত মিগুয়েলের পাশেই ছিলেন তিনি। পরদিন সকাল ১১টায় ২৮০ যাত্রী এবং ১৫ ক্রু নিয়ে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ারালামপুরের উদ্দেশে রওনা হয় এমএইচ-১৭ ফ্লাইট।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হলে সবাই নিহত হন। নিহত হয় মিগুয়েল প্যান্ডেভিনাতা ও তার বড় ভাই শাকা প্যান্ডেভিনাতাও।
দুই সন্তানকে হারিয়ে মা সামিরা পাগলপ্রায়। কোথায় গেলে পাবেন তিনি ছেলে হারানোর সান্ত্বনা। সূত্র : ডেইলি মেইল
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/