এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুক তো ব্যবহার করছেন বহুদিন ধরে, নিজের চিন্তাগুলো লিখে শেয়ারও করে যাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু আপনি কী জানেন, ফেসবুকে পোস্ট লিখলেই টাকা মিলবে!
আপনি মেধা খাটিয়ে পোস্ট লিখবেন আর আপনার লেখা সে পোস্ট থেকে কোটি কোটি টাকা আয় করবে ফেসবুক? এই ধারণাটি পরিবর্তন করার চেষ্টাও চলছে প্রযুক্তি বিশ্বে।
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই ধারণাকে পরিবর্তন করতে দুটি উদ্যোগ কাজ করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো শুধু সময় কাটানোর জন্য বা যোগাযোগের জন্য নয়, তার পাশাপাশি এ ধরনের সাইট ব্যবহারকারীরা যাতে অর্থ উপার্জন করতে পারে সে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে ‘বাবলিউজ’ ও ‘বোনজো মি’ নামের দুটি সাইট। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইকনমিক টাইমসে।
বাবলিউজ একটি সামাজিক নেটওয়ার্ক, এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে এই সাইটটি। এই সাইটে পোস্ট লিখে অর্থ আয় করতে পারবেন ব্যবহারকারী। যার পোস্ট যত ভিজিটর ও বিজ্ঞাপন টানবে তার তত বেশি অর্থ আয় হবে। বোনজো মির উদ্যোক্তারাও এই ধারণা নিয়েই কাজ শুরু করেছেন।
বোনজো মির উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মাইকেল নুজবাম বলেন, ‘অনেকের মতোই আমার মনে হয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের কাছ থেকে যথেষ্ট সুবিধা নিয়ে এসেছে। ফেসবুক প্রচুর অর্থ কামাচ্ছে আর ফেসবুকে যাঁরা কনটেন্ট দিচ্ছেন তাঁরা কিছুই পাচ্ছেন না। বোনজো মি ব্যবহারকারীদের বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হবে তার ৮০ শতাংশ দিয়ে দেবে।
যারা এই সাইট ব্যবহার করবেন তাদের অর্থ পরিশোধের ক্ষেত্রে বাবলিউজের ধারণাটি আরও জটিল। প্রতিটি পোস্ট কতবার ক্লিক হচ্ছে এবং তা কতখানি জনপ্রিয় হচ্ছে তার ভিত্তিতে অর্থ পরিশোধ করবে এই প্রতিষ্ঠানটি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/