এক্সক্লুসিভ ডেস্ক : কলাগাছে কলা, জাম গাছে জাম আর আম গাছে আমই তো ধরবে। কিন্তু কখনও শোনেছেন কি এক গাছে নানা ধরনের ফল ধরে? এমন ঘটনায় ঘটিয়েছেন এক শিল্পী।
এক গাছে তিনি ৪০ জাতের ফল ধরিয়েছেন। ২০০৮ সালে পরিত্যাক্ত করে দেয়া একটি গাছ। সেই গাছে ৪০ জাতের ফল ধরিয়েছেন নিউইয়র্কের শিল্পী স্যাম ভ্যান অ্যাকেন।
খোদাই শিল্পী বিভিন্ন প্রাচীন পাথর দিয়ে প্রায় ৪০ জাতের ফল তৈরি করে ওই গাছটিতে শোভায়িত করেছেন, যা দেখলে আপনার মনটা ভরে যাবে।
এ ব্যাপারে শিল্পী স্যাম জানান, গাছটি অন্যান্য গাছের চেয়ে ভিন্ন। এটা আসলে একটা ম্যাজিক গাছ।
স্যামের তৈরি করা এই গাছে যেসব পাথুরে ফল বসানো হয়েছে তার মধ্যে চেরি, আলমন্ড, তালসহ ইত্যাদি ফল রয়েছে।
আসল ফলের আদলে তিনি যাচাই বাছাই করে দীর্ঘসময় নিয়ে গাছটিকে ফলে ফলে সাজিয়েছেন। আগামীতে এরকম আরো কিছু গাছ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান এই শিল্পী।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/