বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫০:৫৭

কাকের ভয়ে ঘরবন্দী রাজু

কাকের ভয়ে ঘরবন্দী রাজু

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ যখন কাককে ভয় দেখায় কাক তখন উড়ে যায় আকাশে, অথচ সেই কাক নাকি ঘরবন্দী করে রেখেছে আস্তো মানুষকে!

ভারতের নাগপুরে একটি কাকের ভয়ে গত তিন সপ্তাহ যাবত ঘরবন্দী রাজু মেসরাম নামের এক ব্যক্তি। রাজু বাড়ির বাইরে এলেই তার উপর ঝাপিয়ে পড়ছে কাকটি! এমনকি দরজা খোলা থাকলে কাকটি ঢুকে পড়তে চাইছে ঘরে! পুলিশ, পুরসভা, বনদফতর কোথাও গিয়েই   সমস্যার সমাধান পাননি রাজু।  

তিন সপ্তাহ আগে বাড়ি সামনে পানি ভরছিলেন নাগপুরের অটোচালক রাজু মেসরাম। এ সময় অতর্কিতে একটি কাক তার ওপর হামলা করে। টানা তিন বার রাজুকে ঠুকরে দেয় কাকটি। এরপর যখনই রাজু ঘর থেকে বেড়িয়েছেন তখনই রাজুর ওপর চড়াও হচ্ছে কাকটি।

ওই কাকটির তাণ্ডবে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজু। শুধু তাই নয়, কাকটি আক্রমণ থেকে বাঁচার জন্য বন দফতররেও সাহায্য চেয়েছেন তিনি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে