বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫২:১২

স্লিম হতে পারেন পোষাক দিয়েই

স্লিম হতে পারেন পোষাক দিয়েই

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি খুব বেশি মোটা নন, কিন্তু একেবারেই স্লিমও নন৷ তাই স্লিম হওয়ার একটা সুপ্ত বাসনা আপনার নিশ্চয়ই রয়েছে৷ এই স্বপ্নকে বাস্তব করতে কত কিছুনা করেছেন, কিন্তু লাভের লাভ হয়নি৷ কিন্তু জানেনি সঠিক ভাবো পোষাক পড়লেই আপনাকে স্লিম দেখতে লাগবে? বিশ্বাস করতে পারলেন না তো? জেনে নিন কিভাবে আর কি ধরনের পো৷ষাক পড়লে আপনি অনায়াসেই নিজের মধ্যে স্লিম লুক আনতে পরবেন৷

মেয়েদের জন্য:
১. লং স্কার্টের সঙ্গে ফিট টপ ব্যবহার করুন৷ফৎবংং১
২. আপনার কোমরের দিকটা মোটা হলে এর ওপরের অংশের জন্য গাঢ় উজ্জ্বল রং ব্যবহার করুন। আর নিচের অংশে ব্যবহার করুন হালকা কিন্তু উজ্জ্বল রং।
৩. আপনার গরন মোটা হলে ভি বা চৌক শেপের গলা পরুন ও গলায় লেস ব্যবহার করুন৷
৪. যাঁদের ব্রেস্টের দিক বেশি মোটা তারা উপরের অংশে গাঢ় রঙ বা প্রিন্টেড কাপড়ের জামা ব্যবহার করতে পারেন৷
৫. মোটা মেয়েরা ওপরের অংশে গাঢ় রঙের ওড়না বা স্কার্ফ ব্যবহার করতে পারেন৷ জামার দুপাসে লেস ব্যবহার করুন এতে আপনাকে রোগা দেখাবে৷
৬. আপনার জামার হাতায় কাজ, ব্লক বা এমব্রয়ডারি থাকলে তা যেমন লম্বালম্বি থাকে তা দেখে নেবেন৷
৭. খুব ঢিলেঢালা পোশাক এড়িয়ে চলুন৷ আবার খুব চাপা সালোয়ার ও ব্যবহার করবেন না৷
৮. হাত বেশি মোটা হলে বেশি ছোট হাতাওয়ালা জামা না পরাই ভালো। একটু বড় করে হাত বানান। থ্রি কোয়ার্টার হাতের জামা পরাই সবচেয়ে নিরাপদ।
৯. কামিজের পেছনের গলা খুব বেশি বড় করবেন না। তাই বলে একদম ছোট গলা পরবেন না, এতে আরো মোটা দেখাবে।
১০. পোষাকের ক্ষেত্রে সবচেয়ে গাঢ় রঙের শেড ব্যবহার করুন৷ কালো, নীল, সবুজ বা কালচে মেরুন ইত্যাদি রঙে শরীর স্লিম দেখায়৷
১১. শার্টিন বা ভেলভেটের কাপড় পড়বেন না৷
১২. ভারী ও জমকালে শাড়ির বদলে হালকা ফেব্রিকের শাড়ি পড়ুন৷ এছাড়াও শিফন, ক্রেপ বা জর্জেট পড়তে পারেন৷ কোন উৎসবে তরস সিল্ক বা সিল্ক বেনারসী ব্যবহার করতে পারেন৷ফৎবংং-৩
১৩. সারা শরীরের তুলনায় হাত বেশি মোটা হলে পোষাক বাছাই করা একটিু মুশকিল৷  এমনটা হলে ছোট হাতার পোষাক এড়িয়ে চলুন৷ কাফতান ধরনের পোষাক ব্যবহার করতে পারেন৷ থ্রি কোয়াটার হাতার পোষাক ও ব্যবহার করতে পারেন৷
১৪. মোটা মেয়েরা শাড়ি পড়লে স্টেট হাতার ব্লাউড পড়বেন৷ একরঙের ব্লাউড না পড়ে প্রিন্টেড বা চেক ব্লাউড পড়তে পারেন৷
১৫. বেশি কারুকার্য করা শাড়ি পড়লে হালকা ব্লাউড ব্যবহার করুন৷ স্টেইট থ্রি কোয়াটার হাতার ব্লাজ পড়তে পারেন৷ এছাড়াও নেটের ফুলহাতা ব্লাউজও পড়তে পারেন৷

ছেলেদের ক্ষেত্রে:
১. শার্ট একেবারে ফিট পড়বেন৷
২. জিন্সের ক্ষেত্রে গাঢ় রঙ ব্যবহার করুন৷
৩. স্ট্রেট বেল্ট পড়লে স্লিম দেখতে লাগে৷
৪. শার্ট বা টি-শার্ট যেটাই পরুন না কেন, তা যেন গাঢ় রঙের হয় এবং অবশ্যই যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়। চেকের ক্ষেত্রে ছোট চেকের শার্ট পরুন।
৫. প্যান্টের ফিটিংয়ের বিষয়েখেয়াল রাখুন৷ ঢোলা প্যান্টে দেখতে আরও মোটা লাগে৷
৬. খুব মোটা বা চওড়া কলারের পোশাক পরবেন না। এতে ঘাড় ছোট দেখায়, ফলে আরো মোটা দেখাবে। শার্টের সবচেয়ে ওপরের বোতাম কখনোই লাগাবেন না। এতেও ঘাড় ছোট দেখায়।
৭. ভুঁড়ি থাকলে শার্ট হালকা ভাবে ইন করুন৷ পেটের দিকে শার্ট এমন ভাবে ইন করুন যাতে বাড়তি পেট বোঝা না যায়৷
৮. হাফহাতা শার্ট পরতে চাইলে খুব বেশি ফিটিং শার্ট না পরাই ভালো। এ ক্ষেত্রে হাওয়াই শার্ট পরতে পারেন।
৯. ফর্মাল প্যান্টের ক্ষেত্রেও গাঢ় রং বেছে নিন।
১০. মোটা ছেলেরা স্ট্রেট কাটের জিন্স পড়বেন৷ ন্যারো কাটের পড়লে হিপ ও থাই আরও চওড়া দেখাবে৷ গোল গলার গেঞ্জি না পরে শার্ট কলার পরুন। গোল গলায় ওজন বেশি মনে তো হবেই, সঙ্গে ভুঁড়িটাও বেশ ফুটে উঠবে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে