বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:০৪

৪ স্ত্রীকে নিয়ে ২০ বছর, অতপর হাটে হাঁড়ি ভাঙলো...

৪ স্ত্রীকে নিয়ে ২০ বছর, অতপর হাটে হাঁড়ি ভাঙলো...

এক্সক্লুসিভ ডেস্ক : একটি নয়, দুটি নয়, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে চার চারটি স্ত্রীকে নিজের বশেই রেখেছিলেন ৪৫ বছর বয়সী চেন।

এই দীর্ঘ ২০ বছর তার ৪ স্ত্রী মধ্যে কেউই জানে না যে তিনি একাধিক বিয়ে করেছেন। ৪ স্ত্রীই মনে করতো যে, তিনি ছাড়া চেনের দ্বিতীয় কোনো স্ত্রীর অস্তিত্ব আছে।

অবশেষে হাটে হাঁড়িটি ভাঙলো চেনের। ৪ স্ত্রীর মধ্যে এক স্ত্রী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন। জানালেন, যাকে তিনি এতদিন তার স্বামীর প্রেয়সী ভেবেছিলেন তিনি আসলে তার বিবাহিত স্ত্রী। এ অভিযোগে পুলিশ চেনকে গ্রেপ্তার করে।

চীনের রাষ্ট্রীয় অনলাইন ডেটাবেজে তার বিয়ের পুরনো সার্টিফিকেটগুলো নিবন্ধন না করানো কারণে চেনে ৪ বার বিয়ে করতে পেরেছেন। চেনের প্রথম স্ত্রীর নামটা তারই নামে। ১৯৯২ সালে চেনকে বিয়ে করেন তিনি। এরপর ১৯৯৪ সালে ওয়্যাং ও ঝ্যাং এবং ২০০৭ সালে লিয়াংকে বিয়ে করেন চেন। ওয়্যাংয়ের ঘরে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ঝ্যাংয়ের ঘরে রয়েছে একটি পুত্র সন্তান।

২০১৩ সালের ঘটনা। ওয়্যাং সন্দেহ করছিলেন যে তার স্বামী চেনের সঙ্গে লিয়াংয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রথমে তিনি তার স্বামীকে ক্ষমা করে দেন। এ ঘটনার কিছুদিন পর ওয়্যাংকে একটি বিয়ের সনদ দেখান লিয়াং । সেইসাথে চেনকে ডিভোর্স দেয়ার জন্য ওয়্যাংকে চাপ দেন।

এ বিষয়টি পুলিশকে অবহিত করেন ওয়্যাং এবং বেরিয়ে পড়ে থলের বিড়াল। একে একে ফাঁস হয়ে যায় চেনের ৪টি বিয়ের ঘটনা।

চীনে বহুবিবাহ আইনত দণ্ডনীয়। অপরাধ প্রমাণিত হলে, শাস্তি হিসেবে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত জেল হতে পারে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে