বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:১২

বিশ্বের বিলাসবহুল পাঁচতারা ট্রেন!

বিশ্বের বিলাসবহুল পাঁচতারা ট্রেন!

এক্সক্লুসিভ ডেস্ক : এতোদিন জেনে এসেছেন পাঁচতারা হোটেলের কথা, আর আজ শুনুন পাঁচতারা ট্রেনের কথা! অবাক হলেও বিষয়টি সত্যি। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন চালু হচ্ছে জাপানে। পূর্ব জাপানের রেল কোম্পানি বেশ কিছু লাক্সারি ট্রেন চালু করতে যাচ্ছে। এই ট্রেনের বেশিরভাগটাই কাঁচ দিয়ে ঢাকা।

এই ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ইনটেরর ডিজাইন। এই ট্রেনের অনবদ্য শিল্পকলার নির্দশন দেখে সত্যি চোখ জুড়িয়ে যাবে। হয়ত মনে হতে পারে আপনার নিজস্ব একটি চলমান বাড়ি। এইরকম যাত্রীবাহি ট্রেনের ডিজাইন করেছেন ফেরারি ডিজাইনার কেন অকুইয়ামা। এই সুসজ্জিত বিলাসবহুল ট্রেনটির জন্য অপেক্ষ করতে হবে ২০১৭ সাল পর্যন্ত।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে