বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৭:০৯

সন্তান হত্যাকারীদের ধন্যবাদ জানালেন বাবা!

সন্তান হত্যাকারীদের ধন্যবাদ জানালেন বাবা!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিটি বাবা-মা’র কাছে তার সন্তান প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু সেই প্রিয় সন্তানকে যখন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে ফেলেন তখন মা কিংবা বাবা পুত্র হারা শোকে পাগল প্রায় হয়ে যান। এটাই খুব স্বাভাবিক। কিন্তু সন্তানের হত্যাকারীকে ধন্যবাদ জানায় এরকম ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তেমনি এক বিরল ঘটনা ঘটে গেল বিধ্বস্ত মালয়েশিয়ার বিমানটিতে থাকা এক যাত্রীর বাবার জীবনে।

ইউক্রেনে মালয়েশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় একমাত্র মেয়ে এলসেমিককে হারিয়েছেন হতভাগ্য পিতা হ্যান্স দে বোর্স্ট।

নেদারল্যান্ডসের এই ১৭ বছর বয়সী মেয়েকে হারিয়ে পাগলপ্রায় বাবা তার মেয়েসহ বিমানের সব যাত্রীদের হত্যাকারীদের কোনো অভিশাপ দেননি। বরং হত্যাকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার নেদারল্যান্ডসের সংবাদমাধ্যমগুলোকে দেওয়া এক চিঠিতে হত্যাকারীদের ধন্যবাদ জানি বোস্ট লেখেন, ‘আমার প্রাণেরপ্রিয় একমাত্র শিশুকে হত্যার জন্য আমি অশেষ ধন্যবাদ জনায় পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন), বিচ্ছিন্নতাবাদী নেতা অথবা ইউক্রেনীয় সরকারকে।’

সন্তানের শোকে পাগলপ্রায় ওই বাবা চিঠিতে বলেন, ‘আমার এমকাত্র সন্তান আগামী বছর তার দুই প্রিয় বন্ধু জুলিয়া ও মেরিনের সঙ্গে স্কুলের পাঠ শেষ করতে চলছিল। সে দেলফট ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চেয়েছিল। সে খুব উল্লসিত ছিল। আমি আশা করি আপনারা খুব দ্রুতই আমার বার্তাটি পড়বেন। সম্ভবত ইংরেজিতে অনূদিত হবে এটি।’

সন্তান হত্যাকারীদের আবারও ধন্যবাদ জানিয়ে চিঠিতে শেষ করেন এই শোকে বিমর্ষ বাবা দে বোর্সট।

প্রসঙ্গ, এমএইচ১৭ ফ্লাইটের বিমানটিতে হামলায় ২৯৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১৯৩ জনই ছিল নেদারল্যান্ডসের নাগরিক।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে