বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৮:২৭

পৃথিবীর সবচেয়ে বড় চিরনিদ্রার স্থান

পৃথিবীর সবচেয়ে বড় চিরনিদ্রার স্থান

এক্সক্লুসিভ ডেস্ক : প্রাণ প্রদীপ নিভে যাওয়ার পর যে ঠিকানায় প্রতিটি মুসলমানকে শায়িত করা হয়, তারিই সন্ধান। পৃথিবীর সবচেয়ে বড় সকবরস্থান, দূর থেকে দেখলে মনে হবে এটি গিঞ্জি কোনো শহর।

ছোট-বড় ভবনগুলোর মাঝে যেন শ্বাস ফেলার জায়গা নেই। মানুষ সেখানে কিভাবে বসবাস করে- এ প্রশ্নও উদয় হতে পারে।

হাজার হাজার মানুষ সেই ঠিকানায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এটি কোনো গিঞ্জি শহর নয়, ওয়াদী আল-সালাম অর্থাৎ ‘শান্তি উপত্যকা’। পৃথিবীর সবচেয়ে বড় চিরনিদ্রার স্থান এটি।

 সেই কবরস্থানটি ১৪শ’ বছরের পুরনো। ইরাকের রাজধানী বাগদাদের পবিত্র নাজাফ নগরীতে কবরস্থানটি। সেই ‘শান্তি উপত্যকা’য় যত দূর চোখ যাবে শুধুই কবর আর কবর।

‘শান্তি উপত্যকা’য় ৫০ লাখেরও বেশি কবর আছে। দিন দিন বেড়েই চলছে কবরের সংখ্যা।

প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষকে এখানে কবর দেয়া হয়।
ইরাকের শিয়া মুসলমানদের প্রথম ঈমাম আলী ইবনে আবি তালিবের সমাধিস্থলের পাশেই কবরস্থানটি। শিয়া মুসলমানদের শেষ ঠিকানা হয় এই কবরস্থানে।  সূত্র : মেইল অনলাইন
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে