এক্সক্লুসিভ ডেস্ক : হোটেলে ভূতের ভয়, এমন আতঙ্কে ক্রিকেটার ও তাদের বান্ধবীরা। লর্ডসে টেস্টে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায় থাকলেও লন্ডনের ঐহিত্যবাহী ল্যাংহ্যাম হোটেলে মোটেই স্বস্তিতে নেই ইংরেজ ক্রিকেটাররা।
ভূতের ভয়ে হোটের পরিবর্তন করতে চাচ্ছেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকসরা। ভূতের ভয়ে হোটেলে রাত কাটাতেই চাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটার ও তাদের বন্ধবীরাও। এমন খবর জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম।
ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টের আগে বিখ্যাত ল্যাংহ্যাম হোটেলে থাকতে চাননি ব্রডরা ৷সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের সময়ও ওই হোটেলে থাকতে অস্বীকার করেছিলেন ইংরেজ ক্রিকেটাররা।
ব্রড বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের সময় আমি হোটেলের ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। গরমের জন্য রাতে ঘুমাতে পারিনি। বাথরুমের কয়েকটি ঘটনায় আমি বিস্মিত হয়েছিলাম। লাইট জ্বালালে তা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল ৷ বন্ধ থাকলেও তা আবার জ্বলে উঠছিল।
তিনি জানান, সত্যি কথা বলতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি রুম পরিবর্তন করার জন্য বলেছিলাম। বিয়েলি (বান্ধবী) ভয় পেয়ে গিয়েছিল। মোয়েন আলিও ভয় পেয়ে গিয়েছিল।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/