এক্সক্লুসিভ ডেস্ক : তান বি জিওক, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানবালা। ৪৩ বছর বয়সী এই নারী একবার নয়, দুই দুই বার মৃত্যুকে ফাঁকি দিয়েছেন।
এমএইচ ৩৭০ ও এমএইচ ১৭ ধ্বংস হওয়া উভয় ফ্লাইটেই ডিউটি ছিল এই বিমানবালার। দু’বারই শিফট বদল করে নিয়েছেন। তবে এমএইচ ১৭ এ হারিয়েছেন তার স্বামী সানজিদ সিংকে।
দু:খজনক ঘটনা হলো এ ফ্লাইটে উঠার কথা ছিল না সানজিদ সিংয়ের। তিনি এক সহকর্মীর সঙ্গে ফ্লাইট বদল করে ওঠেন এমএইচ ১৭ এ। প্রতিবারের মতো এবারও সানজিদ ফ্লাইটে ওঠার আগে বাবা মাকে জানিয়ে দেয় যে সে বাড়িতে ফিরছে। এক সহকর্মীর সঙ্গে ফ্লাইট বদল করে ফিরছিলেন সে কথাও জানায়েছিলেন বাবা-মাকে।
সানজিদের বাবা বলেছেন, এবার কুয়ালালামপুর এসে বাবা-মার সঙ্গে দেখা করার কথা ছিল সানজিদের। ছেলের জন্য ওর মা তার প্রতিটি প্রিয় খাবার রান্না করে রেখেছিলেন। কিন্তু সে মায়ের হাতে খাবার আর খাওয়া হলোনা ছেলের।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/