বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৪:২১

শকুনের কবলে বিমান!

শকুনের কবলে বিমান!

এক্সক্লুসিভ ডেস্ক : নীল আকাশে পাখির বিচরণ। আকাশেই মানায় পাখি। কিন্তু কোনো কোনো সময় সেই পাখিই কাল হয়ে দাঁড়ায়।   

এমন ঘটনাই ঘটেছিল ১৯৭৩ সালে। শকুনের কবলে পড়ে একটি বিমান প্রায় বিধ্বস্ত হতে বসেছিল।

১১ হাজার ২০০ মিটার অর্থাৎ ৩৬ হাজার ৭৪৫ ফুট ওপর দিয়ে উড়ছিল বিমানটি। এক রুপেল শকুন উড়তে উড়তে সেখানে গিয়ে হাজির এবং বিমানের সঙ্গে ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পায় বিমানটি।

পাখি সাধারণত ১০০ থেকে ২,০০০ মিটার উঁচুতে উড়ে। শুধু অভিবাসী পাখিরাই প্রবল শীতে মৃত্যুর আশঙ্কা থেকে বাঁচতে  দেশান্তরী হয়।

বিশেষ করে যখন হিমালয়ের ওপর দিয়ে উড়তে হয়, তখন বড় জোর ৯,০০০ মিটার উঁচুতে ওঠে পাখিগুলো।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে