এক্সক্লুসিভ ডেস্ক : ট্রেনে ধরা খেল বিরল প্রজাতির পাখি। এক দুটি নয় শতাধিক। ভারতের একটি ট্রেন থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে যোগবাণী এক্সপ্রেসে হানা দেয় মালদহ পুলিশ। এদিন মালদহ স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল। এসময় ১২০টি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে পুলিশ।
পাখিগুলো বস্তাবন্দি অবস্থায় ছিল। এ ঘটনায় জড়িত জানকু চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তবে পাখিগুলো কোথায় পাচার করার চেষ্টা হচ্ছিল তা জানতে জানকুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ মাসেই মালদহ স্টেশন থেকে বন দফতরের কর্মীরা ১৫০টি বিভিন্ন বিরল প্রজাতির টিয়া উদ্ধার করেছিল। সে সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার উদ্ধার হওয়া টিয়াগুলোকে আদিনা ফরেস্টে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/