বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৮:২৮

গুগল আর্থে ধরা পড়ল ভিনগ্রহের যান (ভিডিও)

গুগল আর্থে ধরা পড়ল ভিনগ্রহের যান (ভিডিও)

এক্সক্লুসিভ ডেস্ক : আন আইডেন্টিটিফাইড ফ্লাইং অবজেক্ট! সংক্ষেপে ইউএফও৷ জল্পনা এই যান চেপেই ভিন গ্রহের বাসিন্দারা নজর রাখে পৃথিবার ওপর৷ বাস্তবে ইউএফও-র অস্তিত্ব নিয়ে নানা মুনির নানা মত৷ ভিনগ্রহে প্রাণি রয়েছে কি না, সেই প্রশ্ন  চায়ের কাপে তুফান উঠে উত্তর থেকে দক্ষিণ মেরু৷

কোটি কোটি ডলার খরচ করে অনেক গবেষণাও হয়েছে ইউএফও নিয়ে। অনেকে এই প্রশ্ন সমাধান করতে রাতারাতি জনপ্রিয় হতে গিয়ে গোঁজামিল দিয়েছেন। কেউ বা আবার “ইউএফও দেখেছি, বলে চিৎকার করলেও প্রমাণ দিতে গিয়ে মাথা নেড়েছেন। তবে, আশ্চর্যজনকভাবে কৌতূহলের সেই ইউএফওর দেখা মিলল গুগল আর্থে।

ইউএফও হান্টার মানে ভিন গ্রহের কপ্টার খুঁজে বেরানো এক বিশেষজ্ঞ, স্কট ওয়ারিং ইউটিউবে ইউএফও প্রমাণ সংক্রান্ত এক ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে ওয়ারিং প্রমাণ দিয়েছেন, গুগলের ভার্চুয়াল বিশ্ব, মানচিত্র এবং ভৌগোলিক তথ্য সম্বলিত গুগল আর্থে ইউএফও-এর চিত্র ধরা পড়েছে৷ সঙ্গে দেখা গিয়েছে ভিন গ্রহের প্রাণীও।

স্কটের দাবি,  কয়েক মাস ধরেই তিনি নিশ্চিত ছিলেন একটি ইউএফও পৃথিবীতে এসেছে। এই জন্য বিভিন্নভাবে তিনি তৈরি হয়েছিলেন। অবশেষে সেই ইউএফও তিনি নাকি দেখতে পান আমেরিকার মনটানা প্রদেশে। মনটানার ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় খালি চোখে ছয় মিনিট ধরে নাকি ইউএফও- দেখা যায়। স্থানীয় বেশ কয়েকজন মানুষ নাকি ইউএফও-দেখে চমকে যান। ইউএফও-দেখেছেন বলে দাবি করা এমনই এক স্থানীয় বাসিন্দা জানান, প্রথমে বিশ্বাস হয়নি৷ কিন্তু পরে বুঝতে পারি ওটা আসলে ইউএফও।

এরপর গুগল মানচিত্রে গিয়ে স্কট দেখেন, তাতেও ইউএফও-এর মত কিছু একটা জিনিসের ছবি ধরা পড়েছে। এর আগেও স্কট ওয়ারিং ইউএফও-এর অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবে তা পারেননি।
বিশেষজ্ঞরা বলছেন, গুগল আর্থে ইউএফও-র ছবি বলে যেটা দেখা যাচ্ছে সেটা একটা ‘স্যাটলাইট এরর’ বলেই মনে হচ্ছে। অনেক সময় স্যাটেলাইটে বিভ্রাটের ফলে বজ্রপাত বা কোনো তারা খসার ছবি এরকম দেখতে লাগে। অবশ্য মানুষ বরাবরই নিজেদের অবচেতন মনে লুকিয়ে থাকা বিশ্বাসকে মেলানোর জন্য মুখিয়ে থাকে। তাই গুগল আর্থের এই ছবি এখন ইন্টারনেট দুনিয়ায় একেবারে ফাটাফাটি হিট।
কীভাবে গুগল আর্থে ইউএফও দেখা যাবে

প্রথমে গুগল আর্থ ডাউনলোড করতে হবে৷
সার্চ বক্সে Trout Creek, Montanaলিখুন।
জুম করে দেখা যাবে একটা সেতু।
সেই সেতু থেকে মাউস ঘুরিয়ে আকাশের দিকে তাকালেই দেখতে পাবেন ভিনগ্রহের যান ইউএফও৷ সূত্র : ওয়েবসাইট।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে